TRENDING

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪

PLOT NO. 666

টিভি অভিনেতা মোহাম্মদ নাজিম তার আসন্ন বলিউড ফিল্ম "প্লট নং 666" এর প্রচারের জন্য কলকাতাতে এসেছিলেন।

হাজার হাজার ভক্তের সমাবেশে মধ্যেই মোহাম্মদ নাজিম তার ফিল্ম "প্লট নং 666"  প্রচারের জন্য এক রাজ্য থেকে এক শহর থেকে অন্য শহর ভ্রমণ করে চলেছেন।

Stun D Sun এ আযোজিত এক প্রেস কনফারেন্সে সমস্ত মিডিয়ার সামনে সিনেমায় তার চরিত্র সমন্ধে বলতে গিয়ে বললেন "
আমার চরিত্র এখানে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার পুর্বা্ভাস আমি আগে থেকেই পেয়ে যাই, এবং সেটার পরিপেক্ষিত ঘটনা নিয়েই এই চলচিত্রে বহিপ্রকাশ পেয়েছে।
"আমি  আমার কোলকাতার সমস্ত সমর্থকদের সংঙ্গে দেখা করতে পেরে এবং কোলকাতা ভিজিট করতে পেরে খুব খুশি এবং আমি আমার আসন্ন বলিউড সিনেমায় "প্লট নং 666" এ এই সুযোগ করে দেওয়ার জন্য সব মানুষকেই আমার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাছি।

                  "প্লট নং 666" একটি অদ্‌ভুতুরে পেক্ষাপটে তৈরি হয়েছে । আমি যাদের সংঙ্গে কাজ করি তারা আমার বন্ধুর মতো তারাই আমাকে প্রতিনিয়ত সাহস যুগিয়েছে যে আমি এই রোল টা করার পক্ষে পুরো মানানসই। আমার কাছে এই "প্লট নং 666" এর চিন্তাধারনা খুবই অনুপ্ররিত করেছে এবং আমি নিশ্চিন্তে বলতে পারি আপনাদের ও ভালো লাগবে একবার আপনার কাছাকাছি হলে গিয়ে দেখলে।

Cast & Crew

Banner : Pen N camera international
Language : Hindi
Director : Aziz Lee
Producer : Dushant Khona.
Star Cast : Mohd Nazim
Music director : Shibani kashyap. Akash das
Screenplay : Wasim Khan

একটি মন্তব্য পোস্ট করুন

 
Back To Top