ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনিল মুখার্জির তৈরি পোষাক পড়ে কোলকাতা শহরের নামি মডেলরা (Sona, Priyasha, Madhura, Nikita, Diksha, Sohini, Akbar & Abby) মিউসিকের তালে তালে র্যাম্পে হাটলেন।
নারিশক্তি বিকাশে এক অভিনব প্রযোজনা ভেদিক ভিলেজ স্পা রিসোর্ট এর ।
শেষ মুহুর্তে নিজের উপস্হিতি দিয়ে অনুষ্ঠানটিকে আরো ও আলো ঝলমলে করে তুলেছিলেন ।


রাতুল সরকার এবং ডি.জে আকাশ রোহিরা অনুষ্ঠান টিকে আরো সাফল্যমন্ডিত করে তোলেন।ওনাদের অনবদ্য নিত্যশিল্প সত্যি ই প্রশংসনীয়।
একটি মন্তব্য পোস্ট করুন