TRENDING

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

"Gang of Ghost" now in Kolkata

দুই বছর আগে কলকাতার বক্সঅফিস কাঁপিয়েছিল একদল ভূত। ভূতেদের ভবিষ্যত নিয়ে নির্মিত সেই ছবি দর্শকদের এতটাই মজিয়েছিল যে তখনই হিন্দি রিমেকের পরিকল্পনা করে ফেলেছিলেন পরিচালক সতীশ কৌশিক।গ্যাং অফ গোস্ট
সেই ‘গ্যাং অফ গোস্ট’ এর হিন্দি ভার্সন মুক্তি পেতে চলেছে আগামী ২১ মার্চ।
ভূতের ভবিষ্যতে অনীক দত্ত আবিষ্কার করেছিলেন নতুন স্বস্তিকাকে। এই ছবিতে স্বস্তিকার চরিত্রে অভিনয় করেছেন মাহি গিল।
মাহি গিল মনে করেন ছবি দেখে দর্শক নিশ্চিতভাবে তার প্রেমে পড়ে যাবে।
এই প্রসঙ্গে তিনি বললেন, আমি নিশ্চিত ছবি দেখে দর্শক ভূতেদের প্রেমে পড়ে যাবে। তবে আমি ভূত খুব ভয় পাই। যেখানেই থাকি না কেন বাড়ি বা হোটেলের ঘর, সেখানেই সবসময় সব আলো জালিয়ে রাখি।
এই ছবিতে অভিনয় করেছেন শরমন যোশি, রাজপাল যাদব, অনুপম খের, চাঙ্কি পান্ডে, সৌরভ শুক্লা, মীরা চোপড়া ও পরমব্রত চট্টোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Back To Top