TRENDING

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০১৪

Embracement



কোলাকুলি
২৯/০৭/২০১৪
মোঃ এমরুল হোসাইন


pic courtesy http://www.google.com


প্রিয়জনের কোলাকুলি
ঈদের নামাজ শেষে,
ঈদের খুশি বইছে ধরায়
বছর ঘুরে এসে।

কেউবা করে কোলাকুলি
কেউবা করে সেলাম,
দিন শেষে হিসেব কষে
কী পরিমাণ পেলাম!

সেলামি তো মুখ্য নয়
মুখ্য হলো আনন্দ,
আনন্দের বইছে জোয়ার
ধরায় খুশির ছন্দ।

আনন্দেই কাটুক সময়
কাটুক প্রতিদিন,
সুখ দুঃখ প্রভুর খেলা
সবাই মেনে নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Back To Top