TRENDING

শনিবার, ২১ জুন, ২০১৪

Contemplation Of The Blind Mind

অন্ধ মনের ভাবনা

 ২৫/০৫/১৪ 

মোঃ এমরুল হোসাইন 


pic courtesy http://www.google.com
তোমার কথা ভেবে ভেবে 
চোখের নিচে পড়ছে কালি,
 তাই দেখে মা কষ্ট পেয়ে
 রোজ দু’বেলা দিচ্ছে গালি।

 
 বলছে বাবা ভাবনা কেন
 যা হওয়ার তাই হবে যে, 
ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে
 নিজের কাজে মন দে। 

 বেছে বেছে আনবো ঘরে
 লাল টুকটুক রাঙা বধূ, 
যাকে দেখে তাকিয়ে রবে
 পাড়ার সকল গৃহবধূ। 

যতই বুঝায় মন মানে না
 তোমার প্রেমে অন্ধ মন,
 নীরলে বসে গুণবো প্রহর
 না পাই তোমায় যতক্ষণ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Back To Top