TRENDING

রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

খারাপ সপ্তাহ কাটাচ্ছে বলিউড

মার্চের শেষ সপ্তাহে তিন তিনটে সিনেমা মুক্তি পেয়েছিল, কিন্তু তিনটেই একেবার ডাহা ফেল। বলিউডের ভাঁড়ে মা ভবানি। 


গত সপ্তাহে শুক্রবার যে তিনটি ছবি রিলিজ করেছিল, তার মধ্যে দুটি সিনেমা সুপার ফ্লপ। সলমন খানের আত্মীএপ্রিলের শুরুটা খুব খারাপ করল বলিউড। আগামী সপ্তাহে অবশ্য টু স্টেটস, জল, ম্যায় তেরা হিরোর মত তিনটে আলাদা স্বাদের সিনেমা রিলিজ করতে চলেছে। তার পরের সপ্তাহে রিলিজ পাবে অমিতাভ বচ্চনের ভূতনাথ রিটার্নস। 

তখন ভাগ্য বদলের একটা সুযোগ থাকছে। তবে আইপিএলের মাসে কতটা কী করতে পারে সেটাও দেখার।য় অতুল অগ্নিহোত্রীর সিনেমা `ও তেরি` সুপারডুপার ফ্লপ। 


শিল্পা শেঠী প্রযোজিত `ঢিসকাঁও`-এর বক্স অফিস হাল তো আরও খারাপ। মন্দের ভাল হয়েও জাকি ভাগনানির ইয়োঙ্গিস্তান (Youngistaan)ও ফ্লপ। ২১ মার্চ মুক্তি পাওয়া সানি লিওনের রাগিনী এমএমএস-টুও এই তিনটে সিনেমার চেয়ে বেশি টাকার ব্যবসা করেছে। 





একটি মন্তব্য পোস্ট করুন

 
Back To Top