TRENDING

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

ফের আত্মঘাতী চিটফান্ড এজেন্ট

ফের আত্মঘাতী চিটফান্ড এজেন্ট-মরাদানের বাসিন্দা ভদ্রেশ্বর দে। মগরার গোল্ডফিল্ড অ্যাগ্রোটেক সংস্থার এজেন্ট ছিলেন মরাদানের বাসিন্দা ভদ্রেশ্বর দে। শ্রীরামপুর ও সংলগ্ন এলাকা থেকে প্রায় চার কোটি টাকা তুলেছিলেন তিনি। কিছুদিন আগে আচমকাই বন্ধ হয়ে যায় সংস্থাটি। তারপর থেকে টাকা ফেরতের জন্য ভদ্রেশ্বরবাবুর চড়াও হচ্ছিলেন গ্রাহকরা। গ্রাহকদের চাপ সহ্য করতে না পেরে গতকাল রাতে গলায় দড়ি দেন ভদ্রেশ্বরবাবু।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Back To Top