দ্য বেষ্ট সেলার কেন ? এই উত্তর খুজতে দশমী খ্যাত পরিচালক সুমন মৈত্রের পরের ফিল্ম "বেস্ট সেলার " এর সুটিং এর ফ্লোরে আমাদের টীম হাজির হয়েছিল।দশমী এর ডাইরেক্টর সুমন তাঁর প্রানের কোলকাতার পিছিয়ে পড়া মানুষের কথা দুনিয়ার সকলের কাছে তুলে ধরতে চান । উনি আমাদের কে জানালেন তাই সে এ ছবির জন্য সারা কোলকাতা ঘুরে রঙিন শহরের নিশিদ্ধ পল্লী মানুষের জীবনযাত্রা নিয়ে ছবির সুটিং করেছেন।"এই ফিল্মটা কোলকাতার নিশিদ্ধপল্লী ও সেখানকার মানুষদের নিয়ে হলেও এই জাযগায় যে ভাষা ব্যবহার হয় সেটা বাংলা ঠিক নয় কারন ওখানে বেশী অবাংগালী ভাষা ব্যবহার হয তাই এটা হিন্দীতেই করা হয়েছে।" দুই বোন আনু ( Wrishita Mukherjee ) ও আয়েশা (Malobika Banerjee ) এখানে অভিনয় করেছেন প্রধান চরিত্রে।নিশিদ্ধপল্লীর মানুষের প্রতিনিয়ত সংগ্রাম, ছোট ছোট শিশুদের মাদক সেবন ও এখানে তুলে ধরা হযেছে। সমস্ত অভিনেতারা নুতুন কিন্তু প্রচুর নিষ্টা সহকারে তারা অভিনয় করেছেন চরিত্রগুলিকে ফুটিয়ে তুলতে। শিশু অভিনেতারা সবাই পথের শিশু তারা নিজেদের রোজকার জীবনি নিযে সিনেমা হতে চলেছে দেখে তারা ও খুব মন দিযে এই সিনেমায় সত্য ঘটনাই তুলে ধরবার চেষ্টা করে চলেছে। গীতকার - অমিতাদিত্য স্যানাল ,সংগীত পরিচালনায় - রাণা সরকার। এছাড়া Saumen Bhaumik, Tathagata Mukherjee ও অভিনয় করছেন ।
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
"THE BEST SELLER" - Suman Maitra Up Coming Film 2014
Posted by এখন খবর on ১২:৪৬ AM in AMITADITYA Dark Kolkata Malobika Red Light Area Saibal Ganguly Suman Maitra The Best Seller Wrishita | Comments : 0
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
একটি মন্তব্য পোস্ট করুন